শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল
টাঙ্গালের মির্জাপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় সোমবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশু নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহত নুপুর দাস (৬) দিনাজপুরের নব্বাগঞ্জ উপজেলার কড়াই বাড়ি এলাকার মানিক চন্দ্র দাসের মেয়ে। আহতদের মির্জাপুর কুমুদীনী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ওই বাসের যাত্রী।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী শাওন এন্টারপ্রাইজের ১টি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।