ভিক্টোরিয়া’স সিক্রেটের ‘ফ্যান্টাসি ট্রেজার’ অন্তর্বাস পরে রয়্যাম্পে হাঁটবেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার। হীরকসহ নানা ধরনের ৩৪০০ রত্নখচিত এই অন্তর্বাসের মূল্য ধরা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। খবর টাইমস অফ ইন্ডিয়ার।শিগগিরই মূল্যবান এই অন্তর্বাস পরে ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শোতে অংশ নেবেন ২৮ বছর বয়সী এই মডেল।
এই অন্তর্বাসে রয়েছে ১৪২ ক্যারেট ওজনের সাদা এবং হলুদ ডায়মন্ড। মুক্তা, অ্যাকুয়ামেরিন, স্বর্ণসহ মোট ৩৪০০ মূল্যবান রত্ন ও রয়েছে এতে। সম্প্রতি এক ফ্যাশন পত্রিকার জন্য বিবসনা হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।