মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা রোড় ডাতাত চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে থানার এসআই মাহবুব মিলকী তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার হিঙ্গুলী এলাকার আব্বাছ আলীর ছেলে সুমন (২২), জামালপুর এলাকার দিদারুল আলমের ছেলে মো. সুমন (২৩), কদমতলা এলাকার জানে আলমের ছেলে নুরের নবী (২২), দাতমারা এলাকার জেমছু মিয়ার ছেলে মজু (২৫), বাদশা মিয়ার ছেলে খুরশিদ (২৬) ও বদি আলমের ছেলে জাহাঙ্গীর (২২), লাকসামের বাচ্চু মিয়ার ছেলে আবু তাহের (২৩), জামালপুরের মীর হোসেনের পুত্র সুমন (২২), জামালপুরের প্রবোধ চন্দ্র দাশের ছেলে রাজু চন্দ্র দাশ (১৯), জামালপুরের মনির আহাম্মদের পুত্র আনোয়ার (২৮), ও শাহজাহানের ছেলে খানসাব (২৫)।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মিলকী জানান, গ্রেফতারকৃতরা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক, আবুতোরাব-বড়তাকিয়া সড়কের বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুট করে নেয়। গ্রেফতারকৃত প্রায় সবার বিরুদ্ধে মিরসরাই থানায় পূর্বেরও একাধিক ডাকাতি মামলা রয়েছে। সোমবার মিরসরাই থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা (নং-৭) দায়ের করে কোর্টে চালান দেয়া হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ফখরুল ইসলাম রিয়াজ/মিরসরাই