ফখরুল ইসলাম রিয়াজ, মিরসরাই
মিরসরাইয়ের অলিনগরে পানি উন্নয়ন বোর্ডের এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার প্রকল্পে কর্মরত ২ শ্রমিককে অপহরণ করেছে স’ানীয় সন্ত্রাসীরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের অলিনগরে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ঠিকাদার মো. মীর হোসেন গতাকাল বিকাল ৫টায় মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অধীনে ঠিকাদার মীর হোসেন গত ২৫ ডিসেম্বর মিরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে পশ্চিম অলিনগর সোনাইছড়া খালের খনন কাজ আরম্ভ করেন। কাজ শুরুর পর থেকে স’ানীয় সন্ত্রাসী শাহাদাত হোসেন ও তারেকের নেতৃত্বে সুমন, বেলাল, জামাল, কামরুলসহ ১০ জনের একটি সন্ত্রাসী দল মীর হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী কওে এবং চাঁদা না দিলে কাজ করতে দেবেনা বলে হুমকি প্রদান করে। এ সময় সমঝোতার মাধ্যমে সন্ত্রাসী দলকে ৫০ হাজার টাকা চাঁদা দেন মীর হোসেন। এরপর থেকে গত ১ মাস ধরে বিভিন্ন সময়ে দাবীকৃত চাঁদার বাকী দেড়লাখ টাকার জন্য হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী দলটি।
গত রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রকল্প এলাকায় গিয়ে সন্ত্রাসী শাহাদাত ও তারেক ঠিকাদার মীর হোসেনকে ফোন দিতে থাকে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পে কর্মরত স্কেভেটর ড্রাইবার বেলাল ও হেলপার রাশেদকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে চলে যায়। সর্বশেষ গতকাল সোমবার সকাল ১১টার সময় শাহাদাত ও তারেকের নেতৃত্বে সন্ত্রাসী দলটি রামদা, চুরি, চাপাতি, কিরিচ নিয়ে প্রকল্প এলকায় গিয়ে আচমকা প্রকল্পের ব্যবস’াপক সুমনকে মারার জন্য ধাওয়া করে। এ সময় সুমন পালিয়ে যেতে সক্ষম হলেও প্রকল্পে কর্মরত ড্রাইবার বেলাল ও হেলপার রাশেদকে জোরপূর্বক অজ্ঞাত স’ানে নিয়ে যায়।
সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মিলকি। এ বিষয়ে তিনি বলেন, সম্ভাব্য সব স’ানে অপহৃতদের উদ্ধার এবং অপরাধীদের ধরার ব্যাপারে জোর প্রচেষ্টা চলছে।