ঠিকাদারের লোকের কাছে চাঁদা চেয়ে না পাওয়ার কারণে সন্ত্রাসীরা পরপর দুইটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

জানা যায়, সমপ্রতি বড়বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বিল পাড়া এলাকায় যাওয়ার রাসত্মাটি পাকা করণের কাজ পায় দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের ঠিকাদার জালাল ও মন্টু। কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারের লেবাররা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে কাজ শুরু করে। মঙ্গলবার রাতে স্কুলে ঘুমিয়ে থাকা লেবারদের কাছে গিয়ে তাদের ডাকাডাকি করে আবারও চাঁদা দাবি করে সন্ত্রাসীরা।

লেবাররা সন্ত্রাসীদের ডাকে সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা স্কুলের মধ্যেই পরপর দুইটি শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমা বিষ্ফোরণের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here