02-10-16-f-03মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা-কর্মীদের নিয়ে অভিযোগটা আগে থেকেই ছিল। এখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিজের দায়িত্ব ভুলে গিয়ে বসে খেলা দেখেন। গতকাল নিরাপত্তাবাহিনীর অসতর্কতার সুযোগে এক দর্শক মাঠে ঢুকে পড়েন। দৌড়ে মাশরাফির দিকে যান। মাশরাফি প্রথমে ভয়ে ফিল্ডিং করা বাদ দিয়ে দৌড় দেন। পরে টাইগার ক্যাপ্টেনকে জড়িয়ে ধরেন।

ঘটনাটি ঘটে আফগানিস্তানের ব্যাটিংয়ের ২৮তম ওভারে। অথচ যে পাশ দিয়ে দর্শকটি মাঠে প্রবেশ করে তার পাশেই দাঁড়িয়ে খেলা দেখছিল পুলিশ বাহিনীর সদস্যরা। নিজেদের দায়িত্ব ভুলে তারা খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিসিবির নিজস্ব নিরাপত্তাবাহিনীও লক্ষ্য করেনি বিষয়টি। শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল, তারা বিনা টিকিটে আত্মীয়-স্বজনকে স্টেডিয়ামে ঢোকান। অথচ টিকিট কেটে অনেক দর্শককে দাঁড়িয়ে খেলা দেখতে হয়। গতকাল নিরাপত্তাবাহিনীর চরম অবহেলার চিত্রটিই ফুটে উঠল। অথচ এই সময়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। ইংল্যান্ড ক্রিকেট দল একদিন আগেই বাংলাদেশে এসেছে। তারা তো হোটেলে বসেই খেলা দেখছে। নিশ্চয়ই এই দৃশ্যটিও দেখেছেন।  শুধু তারা কেন, দৃশ্যটি গোটা বিশ্বই  দেখেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here