কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ মালিথা (২৮) কে আটক করেছে। সে উপজেলার আমলা ইউনিয়নের আমলা-খামারপাড়া গ্রামের আবু মালিথার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সিকদার মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স মঙ্গলবার গভীর রাতে আমলা ইউনিয়নের নিমতলা জিকে ব্রীজের নিকট থেকে তাকে দেশী তৈরী পাইপ গান ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে।
পুলিশ জানান ওই সময়ে পলাশ মালিথার নেতৃত্বে ৫/৬ জনের একটি চরমপন্থী দল এলাকায় নাশকতামুলক কর্মকান্ড চালানোর জন্য গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী পলাশকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময়ে বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত পলাশ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা (এমএল) লাল পতাকার সক্রিয় সদস্য ও ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী আনোয়ারের সেকেন্ড-ইন-কমান্ড এবং জেলা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী।
তার নামে মিরপুর থানার ৩টি হত্যা ও ২টি বোমা হামলার মামলা রযেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া