রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত তিন মটর সাইকেল আরোহী ঘটনাস’লেই নিহত হয়েছেন। এ ঘটনায় স’ানীয় বিক্ষুব্ধ জনগন একঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস’লে গিয়ে পরিসি’তি শান- করেন। মিঠাপুকুর থানার ওসি আলমান আলী জানায়, সোমবার বিকালে উপজেলার ঈদগাহ ময়দানের সামনে এই দুঘটনা ঘটে। ঈদগাহের সামনে মোটর সাইকেলটির বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়।
মো: ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা