ভ্যাটিকান পোপ ফ্রান্সিস

ডেস্ক নিউজ :: সন্তানদের সামনে ঝগড়া না করার জন্য মা-বাবার প্রতি পরামর্শ দিয়েছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস।

রবিবার ২৭ নবজাতকের নামকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

পোপ মনে করেন, শিশুসন্তানের সামনে ঝগড়া করলে তারা মনোবেদনায় ভোগে। স্টিন চ্যাপেল খ্রিস্টান ক্যাথলিকদের অন্যতম পবিত্র স্থান।

বার্ষিক আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে সেখানে ২৭ শিশুর উৎসর্গ অনুষ্ঠান হয়। এ সময় নতুন মা-বাবাদের প্রতি খানিক উপদেশ দেন পোপ।

তিনি বলেন, নতুন মা-বাবারা তাদের নিজেদের বিশ্বাসকে সন্তানের মধ্যে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হাতে নিয়েছেন।

তিনি মনে করেন, এ কাজটি ঘর থেকেই শুরু করতে হবে।এর পর মা-বাবাদের সন্তানের সামনে ঝগড়া না করার উপদেশ দেন পোপ।

তিনি বলেন, ‘দম্পতিদের জন্য ঝগড়া করা খুব স্বাভাবিক। বরং তা না করাটাই অস্বাভ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here