সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
মা ইলিশ  সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নের উদ্দেশ্যে প্রথম দিনেই উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যোথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) উপকূলের বিভিন্ন নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও সকাল থেকে অভিযান চলছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর নেতৃত্বে এ অভিযান চলছে। উপকূলীয় নদী, বিভিন্ন মাছঘাট, অবতরণ কেন্দ্র, বাজারে মোবাইল কোর্ট এর আওতায় রয়েছে।
অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা ও থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান। এছাড়া উপস্থিত আছেন মৎস্য অফিস কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এছাড়াও নদী ও সাগরে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম থাকায় নদী এবং সমুদ্রে সকল মাছ ধরা বন্ধ করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here