কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি ::

সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরায় পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪  জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ। এসময় ৮টি নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

নাজিরগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ সাইদুর রহমান জানান, সুজানগরের রায়পুর ও হাসামপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে জেলেরা মা ইলিশ মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ অক্টোবর) ভোরে অভিযান চালানো হয়।

অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁর ছেলে তোরাব আলী খাঁ (৫৫), মৃত আলেক খার ছেলে আল আমিন (২২), আবু বক্কর শেখের ছেলের আসাদ শেখ (২৮), আবুল শেখের ছেলে বাবু শেখ (৩৮), মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা (৩০) ও হৃদয় হোসেন (১৬) , মৃত তফিজ উদ্দিনের ছেলের বাবু শেখ (৩০), রাজবাড়ীর পাংশা শামিলপুর গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে আলিম শেখ (৩৮), একই এলাকার মৃত শাহিনুদ্দিনের ছেলে নায়েব আলী শেখ (৫৫), মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৬০), বালাজ উদ্দিন প্রামাণিকের বাবুল হোসেন (১৭), পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মোজাহার মন্ডল এর ছেলে মিরাজ মন্ডল (৩৫), মিরপুর এলাকার মৃত মুসলিম মন্ডলের ছেলে তমসের মন্ডল (৩৮), ঢালারচর এলাকার আজিদ সরদারের ছেলে আবেদ আলী সরদার (৩০), নেপাল মন্ডলের ছেলে কুরবান মন্ডল (৪০), রাজবাড়ী সদরের সুকদেবপুর মৃত জামিল মণ্ডলের তাজুল মন্ডল (৫০), বারাইপুর ী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ মন্ডল (২২), সুজানগরচর এলাকার ইসমাইল শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৩৫), রাজবাড়ীর কালুখালী থানার হরিন বাড়িয়া চর এলাকার বক্কর শেখের ছেলে আফাজ শেখ (২০), পাবনার আমিনপুরের চর কুছলা ডাঙ্গি এলাকার শহিদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩), একই এলাকার জামাল মন্ডল এর ছেলে মুন্নাফ মন্ডল (৩৫), রমজান ফকিরের ছেলে মনির হোসেন (২৮), আবু তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল (৩২), কালিকাপুর এলাকার মৃত জামাল শেখের ছেলে আছের উদ্দিন (৩৭)।

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here