রাজধানীতে মায়ের সামনে সন্তানের প্রথমে পিটিয়ে এবং পরে গলা কেটে হত্যা করেছে পাষাণ্ডরা। শ্যামপুর বাহাদুরপুর লেনে শুক্রবার রাত ৮টার দিকে আব্দুর রহমান (২৫) নামে এই যুবককে পরিচিত লোকজন এভাবে হত্যা করে।
পুলিশ দাবি করেছে, আব্দুর রহমান ছিনতাইকারী। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করেছে। তবে মা রাবেয়া বেগম বলেছেন, তার ছেলে মাদকসেবী হলেও ছিনতাইয়ে জড়িত না। রহমানের বাসা পাশের লালমোহন পোদ্দার লেনে।
রাবেয়া বেগম জানান, স্থানীয় কয়েকজনের কাছে খবর পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে দেখেন পরিচিত কয়েকজন তার ছেলেকে পেটাচ্ছে এবং চাপাতি দিয়ে কোপাচ্ছে। আমি তখন ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে মিনতি করলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বলে- ‘বুড়ি সরে দাঁড়া, না হলে তোকেও কুপিয়ে মেরে ফেলবো’।
এরপর মায়ের চোখের সামনে হামলাকারীরা রহমানকে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। কয়েকজনের সহায়তায় রাবেয়া একটি অ্যাম্বুলেন্সে করে রাত পৌনে ১১টায় ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন।
চিকিৎসকরা তখন রহমান মারা গেছেন বলে জানান।