দৃঢ় সম্প্রীতি
–মাহমুদ কামাল
মনমৃগ যেন যুযুধান
অক্টোপাস প্রতীপ পরীর
আশ্চর্য ওই জলযান
দুলে ওঠে শানানো শরীর।
ঘ্রাণটুকু গ্রহণের পর
বয়ে যায় ব্যাকুল বাতাস
রমণীয় প্রতিটি প্রহর
এই মন এসো করি চাষ।
অবিমৃশ্য সকল প্রত্যয়
এলোমেলো কথা শিল্পীত
অনন্তও হয়ে যায় ক্ষয়
হয়তোবা পরিকল্পিত।
হায় চিল জীবনানন্দীয়
সব পাখি ফেরে না তো ঘরে
ফিরে যদি সাথে তবে নিয়ো
কথা হবে প্রিয় অবসরে।
প্রকাশের দূরন্ত আবেগে
পৃথিবীর আছে যত ভাষা
প্রকাশিত চোখের মণিতে
প্রাতিস্বিক সব ভালোবাসা।
এসো তবে ভেঙে দিই বৃতি
গড়ে তুলি দৃঢ় সম্প্রীতি।