ডেস্ক রিপোর্ট:: সিরিজের প্রথম দুই ম্যাচেই এক অঙের ঘরে আউট হয়েছিলেন ডেভিড মালান। প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিলেন ৫ রান। তবে সিরিজের শেষ ম্যাচে এসে হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার। ৪৩ বল খেলে ব্যাক্তিগত অর্ধ শতক পূর্ণ করেন মালান।
১২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯৫ রান। ডেভিড মালান অপরাজিত আছেন ৫০ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার বাটলারের সংগ্রহ ৩৮ রান।
মিরপুরে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম উইকেট।
৫ রানে সল্টকে হারানোর পর ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বিশেষ করে ডেভিড মালান এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চাশ রানের জুটিতে দলকে জয়ের পথে রেখেছেন এই ওপেনার।
এর আগে হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ব্যাটিং করতে নেমে ঝড় তোলেন লিটন। এছাড়া সিরিজজুড়ে দ্যুতি ছড়ানো নাজমুল হোসেন শান্ত আজও ৪৭ রানে অপরাজিত ছিলেন। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
অবশ্য আজ শুরুটা যেমন হয়েছিল, শেষটা তেমন হয়নি। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩১ রান। কিন্তু ২০ ওভার শেষে তা হলো কেবল ১৫৮। অর্থাৎ শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান। এ ৫ ওভারে বাংলাদেশ মারতে পেরেছে কেবল একটি বাউন্ডারি। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একইরকম অবস্থা হয়েছিল ইংল্যান্ডেরও।