নোবেল বিজয়ী পোলিশ কবি ভিসুয়াভা শিমবর্সকা আর নেই৷ ৮৮ বছর বয়সে তিনি এই ধুলির ধরা ছেড়ে বিদায় নিলেন৷ দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

 কবির সহকারী মিখাউ রুশিনেক জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের ক্রাকাউ শহরে নিজ বাসভবনে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন৷ তিনি একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, সমালোচক এবং অনুবাদক ছিলেন৷

পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের শহর বনিনে ১৯২৩ সালের ২রা জুলাই জন্ম কবি শিমবর্সকার৷ ক্রাকাউ শহরে অবস্থিত জাগিয়েলোনিয়ান বিশ্ববিদ্যালয়ে প্রথমে পোলিশ ভাষা ও সাহিত্য এবং পরে সমাজবিদ্যা নিয়ে লেখাপড়া করেন তিনি৷ এরপর থেকে তিনি ঐতিহাসিক শহর ক্রাকাউতেই জীবনের বাকি সময় কাটান৷ প্রয়াত পোপ দ্বিতীয় জন পলও রোমে পাড়ি জমানোর আগে একই শহরে কার্ডিনাল হিসেবে দায়িত্ব পালন করেন৷ দ্বিতীয় জন পলেরও কাব্যচর্চার ভালো হাত থাকায় কবি শিমবর্সকার সাথে তাঁর বেশ সখ্যতা ছিল৷

১৯৩৯ সালে রেল সংস্থার কর্মী হিসেবে কাজ করার মধ্য দিয়ে সেসময়ের নাৎসি লেবার ক্যাম্প থেকে বেঁচে যান শিমবর্সকা৷ ১৯৪৫ সালের পোল্যান্ডের পত্রিকা দৈনিক জিনেক পোলস্কি’তে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়৷ এটির শিরোনাম ছিল ‘আমি একটি শব্দ খুঁজি’৷ ১৯৯১ সালে তিনি জার্মানির সম্মানজনক গ্যোটে পদক লাভ করেন৷ ১৯৯৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কবি শিমবর্সকা৷ নোবেল কমিটি পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণাপত্রে শিমবর্সকাকে ‘কাব্যজগতের মোৎসার্ট’ বলে উল্লেখ করেন৷ কারণ হিসেবে বলা হয় যে, শিমবর্সকা তাঁর কাব্যধারায় ভাষার মাধুর্যকে ‘বেটোফেন এর সুরে’ সুশোভিত করেছিলেন৷ শিমবর্সকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও হাস্য-রসাত্মক ভঙ্গিমায় তুলে ধরতেন৷

১৯৫৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সময়ে সাপ্তাহিক সাহিত্য পত্রিকা ‘শিচে  লিতেরাতস্কায়ে’তে কাজ করেছেন তিনি৷ প্রায় ছয় দশক ধরে কাব্য জগতের নানা ধারায় বিচরণ ছিল তাঁর৷ এসময়ে তাঁর এক ডজনেরও বেশি কাব্য সংকলন প্রকাশিত হয়েছে৷ ইংরেজি, আরবি, হিব্রু, জাপানি ও চীনাসহ অনেকগুলো ভাষায় তাঁর কাব্যগ্রন্থ অনূদিত হয়েছে৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here