বক্তৃতাকে ছুটিতে পাঠিয়েছি, কারন কাজ করতে হবে হাতে অনেক কাজ। মাননীয় প্রধানমন্ত্রী যে গুরু দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে পালন করতে হবে। তাছাড়া মানুষ এখন আর কথা শুনতে চায়না কাজ চায়। যে এলাকার মানুষ এমপি বানিয়েছে যাদের বদৌলতে আমি মন্ত্রি তাদের জন্য কিছু করার সময় এসেছে । তাই সময় ক্ষ্যপন করা যাবেনা বক্তৃতা, ব্যনার,পেষ্টুনে তো ভোট আসবেনা ভোট আসবে কাজে এবং আচরনে।
কথাগুলো বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহ:বার নিজ এলাকা কোম্পাণীগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৭ টায় আইন শৃংখলা সভায় উপসি’ত থেকে এলাকার আইন শৃংখলার খোজ খবর নেন।

তিনি কোম্পানীগঞ্জে ১০০ ভূমীহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন। এসময় নোয়াখালীর ডিসি,এসপি, কো:গঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বসুরহাট পৌর মেয়র সহ অনেকে উপসি’ত ছিলেন।

 

হাসান ইমাম রাসেল,  কোম্পানীগঞ্জ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here