শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে মানি ব্যাগ নিয়ে গ্রামবাসী দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার বাগবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গ্রামবাসী জানায়, ওই গ্রামের ইউপি সদস্য মতিউর রহমানের সাথে মানি ব্যাগ নিয়ে সাবেক ইউপি সদস্য মোজাম্মেল  হকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে মোজাম্মেল হকের সমর্থকেরা মতিউর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে গেলে সংঘর্ষ হয়। এ ঘটনায় মতিউর রহমান তার বাবা আলহাজ্ব ফজলুল হক, তার স্ত্রী মজিদা বেগম ও ছোটভাই হাবিবুর রহমান গুরুতর আহত হয়।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

শাহরিয়ার  মিল্টন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here