ডেস্ক রিপোর্ট::  মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (২৮ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৯ জনে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৮ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন। তবে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন ঢাকা পোস্টকে বলেন, জেলায় প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে জেলার স্বাস্থ্যসেবা বিভাগ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই জরুরি।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ কে এম কাজী রাসেল বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে সচেতন হতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here