স্টাফ রিপোর্টার :: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) দূরপাল্লার একটি বাসে আগুন ধরে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি এসি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়।
এ সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। রাস্তার মাঝখানে এ ঘটনা ঘটায় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভিয়ে ফেললে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।