ফারজানা ববি নাদিরা :: বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এবং মানবাধিকার কর্মসূচী, ইউএনডিপি, বাংলাদেশের অর্থায়নে “মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ” বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর এনজিও ফোরামে এই কর্মশালা শুরু হয়।

এই প্রশিক্ষণে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন অ্যাক্টিভিটিসহ মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশ নেন।

এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। তিনি বলেন, আমরা নিজের মানবাধিকার রক্ষায় যতটা সোচ্চার অন্যের মানবাধিকার রক্ষায় ততটা সোচ্চার নই। অধিকার আদায়ে সচেতন হতে হবে এই বক্তব্যে তিনি দিনব্যপি এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।

এছাড়া এই কর্মশালার সভায় ছিলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুনুর রশীদ । প্রোগ্রাম কোর্ডিনেটর হিসেবে ছিলেন বিএমএসএফ ফারজানা ববি নাদিরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here