একাত্তরে গণহত্যাসহ মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি বিএনপি নেতা সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সাকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে হাজির করা হয়।
আজ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগের (ফরমাল চার্জ) কাগজপত্র তার হাতে তুলে দেবেন ট্রাইব্যুনাল।
এর আগে তার বিরুদ্ধে গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের দাখিল করা ফরমাল চার্জ শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী তার পক্ষে ট্রাইব্যুনালে কোনও আইনজীবী নিয়োগ দেননি। তাই তার হাতেই ফরমাল চার্জের কাগজপত্র দেওয়ার জন্য তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে ট্রাইব্যুনলে বিএনপি ও জামায়াতপন্থী বিপুল সংখ্যক আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। সাকাকে ট্রাইব্যুনালে হাজির করায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা