কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ মো. আতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রব।
মাসিক সমন্বয় সভায় উপজেলাব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা, স্কাউট দল গঠন, ইনহাউজ ট্রেনিং, অফিস সহকারীদের ২দিনের প্রশিক্ষণ, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস,  কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক মজিবর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান।
সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কলারোয়ার বিবিআরএনএস হাইস্কুল।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here