মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুরমা-নোয়াহাটি এলাকায় টেম্পু উল্টে ১ ব্যক্তি নিহত ও মহিলা ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাজার থেকে বাড়ি ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে ওই দিন সকালে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে ওরশ শেষে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছলে টেম্পুটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের ছায়েব আলী (৫০) ঘটনাস্থলে নিহত হন। আহতরা হলেন একই গ্রামের বাবুনী(৮), আলাউদ্দিন (৪৫), রান্টু মিয়া (১২), জলিল (১৫), সাদ্দাম (২২), রম্নপচান (৪০), শানু মিয়া (১০), জরিনা (৪৫), শাহারা (৪০), সাবিয়া খাতুন (৪০) ও তাহারা খাতুন (৬০)। আহতদেরকে মাধবুপর ও ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শায়েল/হবিগঞ্জ