ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাস স্ট্যান্ড এর কাছে বৃহস্পতিবার দুপুরে বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত হারুন মিয়া (৩০) মাধবপুর উপজেলার শাকুচাইল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ জানান, দুপুর পৌনে ২টায় মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সিলেটগামী আল আরজু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আলী ফরিদ আরও জানান, হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ