কেশবপুর : কেশবপুরের নতুন মূলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার ও কতিপয় শিক্ষকের মারপিটে দু’ছাত্র মারাত্বক আহত হয়েছে। মারপিটে এক ছাত্রের হাতের হাড় ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত ছাত্ররা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

জানা গেছে, কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার সিডি দেখার অভিযোগ তুলে তার মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ওয়াহিদ ও শহিদ নামে জমজ ২ ভাইকে গত ২৯ সেপ্টেম্বর শ্রেণীকক্ষে মারপিট করতে থাকে।

ছাত্ররা মায়ের জন্য ওষুধ আনতে বাজারে গিয়েছিল জানালেও সুপার তা বিশ্বাস না করে পুর্নরায় মারপিট করতে উদ্যোত হয়।

এসময় বিষয়টি যাচাই করার জন্য দু’ছাত্র সুপারের হাত ধরে তাদের মায়ের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৫/৬ জন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ দু’ছাত্রকে কিল, ঘুষি মারাসহ বাঁশের লাঠি ও জুতা দিয়ে বেদম মারপিট করলে তারা মারাত্বক আহত হয়।

খবর পেয়ে পিতা আহত সন্তানদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ছাত্রদ্বয়ের পিতা ইমরান জানান, মায়ের জন্য ওষুধ আনতে বাজারে গিয়েছিল বলার পরও সুপারসহ ৫/৬ জন শিক্ষক তার সন্তানদের কিল, ঘুষি মারাসহ লাঠি ও জুতা দিয়ে মারপিট করেন।

তিনি আরো জানান, শিক্ষকদের মারপিটে তার ছেলে শহিদের হাতের হাড় চটে গেছে। এব্যাপারে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুস সাত্তার জানান, নতুন মূলগ্রাম বাজারে ২৮ সেপ্টেম্বর রাতে সিডি দেখায় তাদের শাস্তি দেয়ার সময় অসাবধানতা বশতঃ শহিদের হাতে আঘাত লাগে। তবে বিষয়টি আমি ছাত্রের অভিভাবকের সাথে মিমাংসা করে নিয়েছি।

জাহিদ আবেদীন বাবু/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here