মোনাসিফ ফরাজী সজীব, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় বৃস্হপতিবার বিকালে শিকদার বাড়ী জামে মসজিদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া, দেড় কি:মি: সড়ক উদ্বোধন সহ সুধি সমাবেশ করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মাদারীপুর পল্লিবিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান এর সভাপত্বিতে ও শিকদারার বাড়ী জামে মসজিদ কমিটির সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।