ডেস্ক রিপোর্ট::  মাদারীপুরের শিবচর এলাকায় বহুল আলোচিত গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি হাসান মোল্লা (২১) এবং মেহেদী শিকদারকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

রোববার (১১ জুন) রাতে তাদের কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জন মাদারীপুরের শিবচর থানার বহুল আলোচিত একটি গণধর্ষণ মামলার আসামি।

তিনি আরও জানান, মামলাটি রুজু হওয়ার পর থেকেই তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। একপর্যায়ে র‌্যাবের গোয়েন্দা সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here