রাজু দে,স্টাফ রিপোর্টার, নাটোর ::

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল চাপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোষ্ট বসায় পুলিশের একটি টিম। এ সময় রাজশাহী থেকে ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক রাকিবুলের বিরুদ্ধে প্রমানীত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here