দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুর উপজেলার হিলিতে ব্যাপকভাবে বাড়ছে চোরাচালান। নিম্ন শ্রেনীর কিছু মানুষসহ এ পেশায় ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে কমলমতি শিশুরা। এর মূল কারণ পারিবারিক অস্বচ্ছলতা, অভাব। দু’মুঠো খাবারের আশায় সংসারের হাল ধরতে এসব কমলমতি শিশুর পিতা-মাতারা এমন পেশায় ঠেলে দিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক চোরাচালানি। এত অল্প বয়সে রোজগারের পথে তাদের পিতা-মাতা ঠেলে দেয়ায় তাদের ভবীষ্যৎ আজ চরমভাবে বাঁধাগ্রস্থ। অনেক শিশু আবার হিলি সীমান্তে নেশাজাত দ্রব্য ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরইন, প্যাথডিন ইত্যাদি ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়েছে। ব্যবসার পাশাপাশি রীতিমত এরা এখন এসব মরণ নেশাজাত দ্রব্য নিজেই ব্যবহার করছে। একশ্রেনীর চোরাকারবারিরা আবার এসব শিশুদের অর্থের লোভ দেখিয়ে এসব ব্যবসার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে হিলি সীমান্তবর্তী এলাকার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। হিলি সীমান্তবর্তী এলাকা ঘনবসতি এলাকা হওয়ায় খুব সহজেই এ কাজ করছে বিভিন্ন বয়সের কমলমতি শিশুরা। যে বয়সে এসব শিশুদের স্কুলে পাঠানোর কথা ঠিক সে বয়সে এসব শিশুদের পাঠানো হচ্ছে চোরাচালানি ব্যবসায়। অভিযোগে জানাগেছে, সীমান্তরক্ষীবাহিনীকে অনেকটা ম্যানেজ করে চোরাচালান ও মাদক ব্যবসা চলছে রমরমা ভাবে। এমন অবস্থায় অল্প বয়সে এ কাজ করতে গিয়ে ধূলিষ্যাৎ হয়ে যাচ্ছে তাদের সুন্দর ভবীষ্যৎ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here