খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের আদর্শগ্রাম নামক এলাকায় গতকাল জীপ গাড়ী উল্টে মো: ফারুক হোসেন (৪৫), পিতা- মৃত কালা মিয়া নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় মো: নুরুল আমিন (৪৫), শামসুল হক (৬০), এছহাক মিয়া (৬০) নামের অপর তিন জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে বেলছড়ির অযোধ্যার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জীপ গাড়ীটি ( গাড়ী নং-চট্টগ্রাম-ন-১৩৪২) আদর্শগ্রাম নামক এলাকায় টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মো: ফারুক হোসেন (৪৫) মারা যায়। পুলিশ জীপ গাড়িটি আটক করেছে।
ইউনাইটেড নিউজ২৪ ডট কম/ হাবিবুর রহমান শাহিন/মাটিরাংগা