মো: হাবিবুর রহমান শাহিন, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঠাল বাগান এলাকায় আজ সন্ধ্যায় তাসলিমা আকতার (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁসিআত্মহত্যা করেছে। স’ানীয় ও পারবিারিক সুত্রে জানা গেছে মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মাসুদ রানা (২৮) এর সাথে প্রায় চার মাস পূর্বে আপন চাচাতো বোন তাসলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুরীর সাথে প্রায়ই ঝগড়া হতো বলে স’ানীয়রা জানিয়েছে।
তাসলিমা আকতার নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সাহা জানান, তারা ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করেছেন। লাশ ময়না তদন্ত করা জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স’ানীয়ভাবে বিষয়টি আপোস করার চেষ্ঠা চলছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।