ডেস্ক রিপোর্ট::  রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল পেট্রোল পাম্প এলাকায় ছিনতাইকারীর গুলিতে রইচ বেপারী (৪০) নামের এক মাংস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভর্তি দেন চিকিৎসক।

তার ভাতিজা সায়েদ বলেন, আমার চাচা মাংস ব্যবসায়ী। সকালের দিকে বাসা থেকে রিকশায় করে গাবতলীর হাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন। টেকনিক্যাল পাম্প এলাকায় চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। পরে ডান পায়ে গুলি করে তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা তার স্মার্টফোনটি নিয়েও যায় ছিনতাইকারীরা। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করি।

তিনি বলেন, আমাদের চাচার বাসা দারুস সালাম মাদ্রাসা গলিতে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালে দারুস সালাম এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ভর্তি নিয়েছেন চিকিৎসক। তার ভাতিজা জানিয়েছেন ছিনতাইকারীরা তার চাচার পায়ে গুলি করে তার কাছে থাকার প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছেন। আমরা ঘটনাটি দারুস সালাম থানা পুলিশকে জানিয়েছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here