বুধবার সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পরেশ কারবারি (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ।
পুলিশের দাবি, হত্যা মামলার আসামি ধরতে গেলে বুধবার সকালে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে পরেশ কারবারি নিহত হন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে মহেশখালী থানা-পুলিশ হত্যা মামলার আসামি ধরতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় যায়। এ সময় সন্ত্রাসী বাহিনী জোনাব আলী পক্ষের লোকজনের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এসআই পরেশ কারবারিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আবাসিক চিকিত্সা কর্মকর্তা মাহফুজুল হক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে এক কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।
বেলা ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও র্যাবের একটি দল পাহাড়ি এলাকা কালাগাজীর পাড়ায় অভিযান অব্যাহত রেখেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে মহেশখালী থানার এসআই পরেশ কারবারি নিহত হন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার