নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিষ্টার মওদুদ আহমদের সমর্থকেরা বাংলাদেশ উপকূলীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি লায়ন শেখ মহিউদ্দিনের গাড়ি বহরে হামলা চালিয়েছে। এ সময় গাড়ি বহরে থাকা মহিউদ্দিনের অনত্মত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বসুরহাট পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ডে গতকাল শনিবার দুপুর ২টায়।

বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিকে উপেক্ষা করে মওদুদ সমর্থিত বিএনপি নেতাকর্মীরা লায়ন শেখ মহি উদ্দিনের গাড়ি বহরে হামলা চালায়। হামলায় মহি উদ্দিনকে বহনকারী গাড়িসহ ৫/৬টি গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলা চলাকালে বাজারে অবস্থানকারী সাধারণ জনগণ দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

হামলা পরবর্তী সময়ে উপজেলার মুছাপুরে লায়ন শেখ মহি উদ্দিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমার কোন কর্মসূচী ছিলনা। তারপরও মওদুদ সমর্থকেরা আমার উপর হামলা চালিয়েছে। তিনি আমার রাজনৈতিক অধিকার হরণ করতে চান। আমি ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্ন কর্মকা- পরিচালনা করি। মওদুদ আহমেদ কোম্পানীগঞ্জে বিএনপিকে নিশ্চিন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি এখন ভাঙ্গনের মুখে পতিত। ঠিক সেই মুহুর্তে আমি যখন বিএনপি সংগঠিত করার চেষ্টা করছি তখন তিনি আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করছেন। আমার কর্মীবাহিনীর উপর হামলা চালাচ্ছেন। দল তার কাছে কোন বিষয় নয়। ক্ষমতাই মূল  বিষয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম রাসেল/নোয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here