জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন অব. ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা মুহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাফেজ লোকমান মাজহারী, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবুল হাসান, ডা. আব্দুর রহিম, মাওলানা মাহবুবুর রহমান, মুহাম্মদ মামুনুর রশীদ, মো. মোখলেছুর রহমান, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাইনুদ্দিন চিশতী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফরাসি ম্যাগা, জিন শার্লি এবদো ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ কর্মের কারণে বিশ্বের শত-শত কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এ রক্তক্ষরণ বন্ধ করতে হলে অবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম জনতা তাদের সর্বশক্তি দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে। বক্তারা ফ্রান্সের ইসলামী বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here