ডেস্ক রিপোর্ট::  মুন্সীগঞ্জ শহরের খালইস্ট জামে মসজিদের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের রাস্তাটিতে আলো ছিল না। পরপর তিনটি ককটেল বিস্ফোরণ শব্দ শোনা যায়। মসজিদের দেয়ালে একটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। অপর দুটি মসজিদের সামনে রাস্তায় বিস্ফোরিত হয়।

মসজিদের মুয়াজ্জিন মো. আব্দুল ওয়াদুদ বলেন, এশার নামাজ শেষে মুসল্লিগণ চলে যান। তার কিছুসময় পরেই বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই।

ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানায়, বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করা যায়নি। এলাকাবাসীর নিরাপত্তার জন্য পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here