মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো ::

এবারে এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৪৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ২২ হাজার ৮৭২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ শিক্ষার্থী। এবছর এই বোর্ডের ১৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫টি প্রতিষ্ঠানে। আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

শুক্রবার (২৮ জুলাই) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এবার পাস করা ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পিছিয়ে ছেলেরা। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫৩ জন ও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৪ জন।

এই বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহ জেলায় ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোণা জেলায় ৮৩ দশমিক ০৮ শতাংশ, জামালপুর জেলায় ৮৬ দশমিক ৯৮ শতাংশ ও শেরপুর জেলায় ৮৬ দশমিক ০০ শতাংশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here