মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি ::

ময়মনসিংহে হত্যাসহ ছয় মামলার আসামি নিরব চৌধুরী নয়ন (৩০)কে গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ম্যাগজিনও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত নিরব চৌধুরী নয়ন ময়মনসিংহ মহানগরীর কালিবাড়ি এস কে হাসপাতাল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (০৭ জুলাই) রাত ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে রিমান্ড শুনানি না করে তাকে কারাগারে পাঠান আদালত।

পুলিশ জানায়, নয়ন ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। নগরীর কালিবাড়ি এসকে হাসপাতালের পেছনে নিজের দল নিয়ে অবস্থান করছে-এমন খবর আসে পুলিশের কাছে। নয়ন এলাকায় এসেই অপরাধমূলক কাজ করেন। মূলত কালিবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে একটি বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি পক্ষের হয়ে অস্ত্র নিয়ে অবস্থান করছিল নয়ন। নয়ন বড় ধরনের বিশৃঙ্খলা করতে পারে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যে তার বাড়ির সামনে পরিত্যক্ত মুরগির খোয়ারের ভেতর থেকে শপিং ব্যাগে মোড়ানো ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার নয়নের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে। পরে সাত দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে রিমান্ড শুনানি না করে নয়নকে কারাগারে পাঠান আদালত।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, নয়নের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২২ পর্যন্ত হত্যাসহ ৬টি মামলা রয়েছে। গুলি করে আহত করা, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় থানায় মামলাগুলো হয়। ২০২২ সালের ১০ জুলাই ঈদুল আজহার দিন এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টা করে নয়ন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিস্তারিত তথ্য বের করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here