মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো ::
ময়মনসিংহের চুরখাই এলাকা থেকে বন্ধ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় স্বামীর ও খাটের ওপর থেকে স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দম্পতি হলেন-সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ জুলহাস (২৬) ও তাঁর স্ত্রী মোছাঃ অঞ্জনা (২৪)। জেলার গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মোঃ সুরুজ আলীর মেয়ে অঞ্জনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।আর পুলিশের সুরতহালে স্বামীর মরদেহ ঘরের
আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকা এবং স্ত্রীর মরদেহ খাটের ওপরে পড়েছিল বলে বলা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘প্রায় ৯ মাস আগে জুলহাস ও অঞ্জনার বিয়ে হয়। এটি তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। বর্তমানে অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা। গত রাতে তাঁরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে চালের টিন সরিয়ে দরজা খুলে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।তবে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন বা কী কারণে তাঁরা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’