মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার আহ্বান ফারুক আহমেদেরকলকাতা প্রতিনিধি :: দেশের  মানুষের  কল্যাণে  ধর্মতলায়  রানি  রাসমণিতে  দলিত  মুসলিমদের  যৌথ

উদ্যোগে  মহামিছিল  ও  জনসভা  সফল  করতে  তরুণ তুর্কী নেতা ফারুক আহমেদ বড় দায়িত্ব পালন করেন।

ফারুক আহমেদ তাঁর বক্তব্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রীকরার আহ্বান জানান

সংবিধান বাঁচাও সমিতির মঞ্চ থেকে।

কলকাতার রানি রাসমণিতে ৬ ডিসেম্বর দলিত মুসলিমদের যৌথ উদ্যোগে মহামিছিল ও জনসভা সফল করতে

রাজ্যবাসীকে সজাগ হওয়ার এবং মিছিলে আসার জন্য আহ্বান করেছিলেন সংবিধান বাঁচাও সমিতির পক্ষে দলিত-

সংখ্যালঘু দরদি নেতা-উদার আকাশ পত্রিকারসম্পাদক ফারুক আহমেদ।

৬ ডিসেম্বর সংহতি দিবসে কলকাতার রাজপথে দলিত মুসলিমদের যৌথ উদ্যোগে মহামিছিল ও জনসভার নেতৃত্ব দিয়েছেন

বাংলার দলিত ও সংখ্যালঘু সংগঠনের নেতাদের সঙ্গে লড়াকু নেতা ফারুক আহমেদ।

মেঘা সমাবেশ সফল করতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বহু আদিবাসী ও সংখ্যালঘু সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে

হাজার হাজার সমর্থনকারী সদস্যরা।

এদিন বক্তব্য রাখেন আয়োজকদের অন্যতম সংগঠোক উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ,

আদিবাসী ও দলিত নেতা কঙ্কন কুমার গুঁড়ি, বীরেন মাহাতো, জিতেন্দ্রনাথ বাল্মিকী সহ অন্যান্য নেতৃত্ব।

কয়েক হাজার মানুষের ঢল নামে মিছল ও জনসভা সফল করতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here