বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘বৈঠক’ সম্পর্কে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে মন্ত্রী যখন ফিরে আসবেন, তখন নিশ্চয়ই তিনি ব্রিফ করবেন।’
১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের জানাতে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার বাঙ্গালুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সাথে বৈঠক করেন। আর বুধবার ডা. দীপু মনির সাথে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৈঠক করেন। এই বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ক চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে।
এই আলোচনার বিষয়টি জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, এ ধরনের বৈঠকের ব্যাপারে তিনি অবহিত নন। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক তো ভারত সরকারের সাথে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি। এই বিষয়টি নিয়ে মন্ত্রী যখন ফিরে আসবেন, তখন নিশ্চয়ই তিনি ব্রিফ করবেন।’
সার্ক সম্মেলন নিয়ে তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্ব জলবায়ু সম্মেলনে এবারো সার্ক দেশগুলো অভিন্ন কোনো অবস্থান নিতে পারছে না। এছাড়া খাদ্যের মূল্য নির্ধারণ এবং কোনো পরিস্থিতিতে সদস্য দেশগুলো এই খাদ্য ব্যবহার করতে পারবে তা চূড়ান্ত না হওয়ায় আটকে আছে সার্ক ফুড ব্যাংকের কার্যকারিতা।
মিজারুল কায়েস জানান, ২০ দফার মধ্যে আদ্দু ঘোষণায় সরাসরি ১১ দফায় এই প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, সার্ক ফুড ব্যাংকে এই মুহূর্তে মজুদ রয়েছে ৪ লাখ ৮৬ হাজার মেট্রিক টন খাদ্য। কিন্তু দুটি বিষয় আটকে থাকায় এর থেকে কোনো উপকার পাচ্ছে না সদস্য দেশগুলো। এবারের শীর্ষ সম্মেলনে সার্ক নেতারা ফুড ব্যাংকে কার্যকর করার পথের বাধাগুলো দূর করার কথা বলেছেন।
পররাষ্ট্র সচিব আরো জানান, পরিকল্পনা থাকা সত্ত্বেও জলবায়ু বিষয় নিয়ে আসন্ন ডারবান সম্মেলনে কোনো একক অবস্থানে আসতে পারেনি আটটি দেশ।
তিনি বলেন, ‘এখানে কিছুটা ভিন্নতা আছে। সুতারাং, সাধারণ কোনো পরিপ্রেক্ষিতে কোনো একক অবস্থানে আসার মত অবস্থানে সার্ক যায়নি।’
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা