বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রী দিপংকর তালুকদার শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলে সাধূবাবার বটতলী এলাকায় বধ্যভূমি ’৭১ এ পুষ্পস্থবক প্রদান করেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মনিপুরী স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের রাসলীলা কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন মন্ত্রী। ঢাকায় ফেরার পথে শুক্রবার তিনি শ্রীমঙ্গলে বিজিপি ক্যাম্প সংলগ্ন সাধূবাবার বটতলী এলাকায় বধ্যভূমি ’৭১ পরিদর্শনে এসে পুষ্পস্থবক অর্পন করে শোক প্রকাশ করেন। এসময় মন্ত্রীর সহধর্মিনী বিটা তালুকদার, পুত্র অর্কপল তালুকদার, একান্ত সচিব সুদপ্ত চাকমা ও জন সংযোগ কর্মকর্তা মো. জুলফিকার, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তর“ন, এম এ মান্নান, বিজিপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here