স্টাফ রিপোর্টার :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেন ফোকগানের দেশবরেণ্য এই গায়িকা।
মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসন থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
এই আসনের বর্তমান এমপি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে, দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে তিনি এমপি হন।