ডেস্ক রিপোর্টঃঃ মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের এমপিওভুক্তি কিংবা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীদের বেতন অন্য স্কুলের তুলনায় অনেক কম। আমরা শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চাই। প্রবীণ ও নবীন শিক্ষকদের সমন্বয়ে আরও এগিয়ে যাবে এ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যাবে আমাদের শিক্ষকদের এমপিওভুক্ত করা হোক, জাতীয়করণ করা হোক।
শনিবার (১১ মার্চ) মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধান শিক্ষক দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমরা ভালো ফল করছি এটা শুধু অধ্যক্ষের না, সবার কৃতিত্ব। আজকে অধ্যক্ষের বিষয়টি নিয়ে আদালতে পর্যন্ত গড়িয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। উচ্চ আদালত থেকে নির্দেশনা দিয়েছেন, প্রবীণ শিক্ষক জাকির হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
অধ্যক্ষ ফরহাদ হোসেন এবং শিক্ষক জাকির হোসেনের বিষয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য তথা রাষ্ট্রের একজন প্রতিমন্ত্রী, সর্বোপরি নিজ হাতে তিল তিল করে গড়া এই প্রতিষ্ঠান রক্ষায় আদালত যে সিদ্ধান্ত নেবে, আমি সে মতে কাজ করার অঙ্গীকার করছি বলে মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী।
এই উদ্ভূত পরিস্থিতির বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে বলি আদালতের চিঠি পেয়েছি। এরপর মাউশি থেকেও চিঠি পেয়েছি। কিন্তু তিন কর্মদিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। এরই কারণে আমি দায়িত্ব নিতে গিয়েছিলাম। কামাল আহমেদ মজুমদার দেশে আসার সঙ্গে সঙ্গে তার কাছে যাই এবং সমাধানে আসি। আমি বলতে চাই, কোয়ালিটি এডুকেশন নিয়ে কোন কম্প্রোমাইজ করা হবে না।