ভোলার মনপুরা উপজেলার দুর্গম কলাতলীর চরে দস্যুদের দু’গ্রুপের সংঘর্ষে মজিদ বাহিনীর প্রধান মজিদ ও তার সহযোগী সোহেল নিহত হয়েছে।

নিহত সোহেলের বাড়ি হাজিরহাট ইউনিয়নের চর জতিন গ্রামে ও মজিদের বাড়ি একই ইউনিয়নের চরজংলা গ্রামে।

এরা মেঘনা, তেতুলিয়া ও সাগর মোহনার দস্যু এবং একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, উপকূলের জলসীমায় ডাকাতির ভাগ-বন্টন নিয়ে মজিত বাহিনীর সঙ্গে তার বাহিনীর অন্য সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়।এ ঘটনা নিয়ে মঙ্গলবার কলাতলীর কাজির চরে আর্তকিত হামলা চালিয়ে দস্যু মজিদ ও তার সহযোগীকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

মনপুরাসহ জেলেদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হলেও কেউ ভয়ে তাদের উদ্ধার করতে যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

নিহত দস্যু সোহেলের বাবা ছিদ্দিক মোলা বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ গত বুধবার কথা হয়েছিল। কিন্তু এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।’

অন্যদিকে, দস্যু মজিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়েছি, আমরা লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এন এম জিকু/ভোলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here