রাকিবুল হাসান, মনপুরা(ভোলা)প্রতিনিধি ::

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার মনপুরায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

“আজকের শিক্ষিত মা দিতে পারে আগামীর সু-শিক্ষিত জাতি” এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।

গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ খন্দকার এর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী ।

গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক ফরাজির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।

সমাবেশে আরো ‍উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ,কে এম শাহাজান , বিদ্যালয় পরিচালনা কমিটি(এসএমসি) সভাপতি জসিম উদ্দিন প্রমূখ ।

প্রধান অতিথি শেলিনা আক্তার চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে।

সমাবেশ শেষে প্রধান অতিথির পক্ষ থেকে শ্রেণিভিত্তিক ১ জন করে মোট ৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here