রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি ::
ভোলার মনপুরায় পুকুরের ডুবে মরিয়ম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যার দিকে উপজেলা দক্ষিণ সাকুচিয়া রহমানপুর গ্রামে মৌলভী আবদুল মালেক এর বাড়ীতে এ ঘটনা ঘটে। মরিয়ম ওই এলাকার মৃত ইব্রাহীম এর মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশু মরিয়মের মা ঘরের কাজ করছিলেন। ওই সময় মরিয়ম বাড়ির সামনে পুকুর পাশে খেলা করছিল। খেলার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা মরিয়মকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রাত ৮টার সময় তাদের বাড়ির পুকুরে মরিয়ম এর মরদেহ ভাসতে দেখে পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।