রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি ::

ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া  ইউনিয়নে পানিতে ডুবে শারমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) ১১টার দিকে ওই ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।শারমিন ওই গ্রামের শাহে আলম ভূইয়ার মেয়ে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার  সকালে সাথী তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করেছিল। এক পর্যায়ে বাবা দোকান থেকে মোবাইল ফোনে শিশুটির খোঁজ নিলে তার মা বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীর সহযোগিতা পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here