রাকিবুল হাসান, মনপুরা (ভোলা)প্রতিনিধি ::

ভোলার মনপুরায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকাল ১১ টায় উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চলতি অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকা ২৯শত ২০ জন জেলের মাঝে জন প্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

জানা গেছে, ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।ওই ২২ দিন ইলিশ শিকার আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির গ্রহণ করেন। এতে প্রত্যেক জেলেকে২৫ কেজি করে চাল দেয়া হয়। ওই কর্মসূচির মধ্যে মনপুরা উপজেলায় ১০ হাজার ৫শ জন জেলেকে মানবিক খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হবে ।উপজেলা দক্ষিণ সাকুচিয়া নিষেধাজ্ঞায় এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্ল্যাহ কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃসাহাবুদ্দিন, ইউপি সদস্য মোহরলাল চক্রবতী,সাহাজান ব্যাপারী,আঃগনি মুন্সী,ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ঢালী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here