রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি ::
বাতিলের শক্তি যতই বড় হোক আল্লাহর জমিনে টিকে থাকতে পারবেনা। কোরআন সুন্নাহ মোতাবেক রাসুলের অনুসরণ ও সাহাবীদের অনুকরণে মিলবে হেদায়েত। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মনপুরা সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব হযরত মাওলানা আনাছ সাহেব দা.বা এর সভাপতিত্বে হাজারো মুসল্লির উপস্থিতিতে প্রধান বক্তা বয়ানে এমন কথা বলেন,আল্লামা জুনাইদ আল হাবিব। সকাল ১০ টা থেকে মুসল্লিদের উপস্থিতিতে প্রথম বয়ান পেশকরেন বাটামারা পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মহিব্বুল্লাহ।ঘন্টা খানেক বয়ানের পর মঞ্চে আসেন সাইন্সল্যাব ঢাকা বাইতুল মামুর জামে মসজিদের খতিব আল্লামা হাসান জামিল সাহেব দা.বা।আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা। আলহাজ্ব মাওলানা বশিরউদ্দিন দা.বা সকাল থেকে দুপুর ২টা পযন্ত বয়ান পেশ করেন।
ইসলামী মহাসম্মেলন শুরুর আগে বিচ্ছিন্ন কলাতলী সহ মনপুরা সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ ট্রলারে,হোন্ডা,বাই সাইকেল, টেম্পু ও পায়ে হেটে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে উপস্থিত হন।বেলা ভাড়ার সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ধর্মপ্রাণ মানুষের পদচারণায়।
প্রধান বক্তা আল্লামা জুনায়েদ আল হাবিব দুপুর ২টা স্টেজে এসে লাঠি হাতে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন।
এছাড়াও এই সম্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক।আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফে হোসেন মজনু ফরাজী,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, সাংগঠনিক সম্পাদক বাইজিদ কামাল সহ মনপুরার সকল উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
ইসলামী মহাসম্মেলন পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন মনপুরী ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। ইসলামিক সম্মেলন বিকাল ৪ টা শেষ হওয়ার পর হেলিকপ্টার যোগে ঢাকায় চলে যান আগত প্রধান বক্তাগন।